উপজেলার নামকরণ:
পাহাড় পরিবেষ্টিত একটি দূর্গম অঞ্চলের নাম বরকল। চাকমা ভাষায় “বরকল” অর্থ বড় টিলা”। উপজেলা সদরের মধ্যে দিয়ে কর্ণফুলী নদী চলে যায়। বরকল থানার আওতাধীন একটি ইউনিয়ন। পরবর্তীতে বরকল ইউনিয়নকে ৫টি ইউনিয়নে ভাগ করে ১৯২৩খ্রিঃসালে বরকল মনোন্নীত থানা হিসেবে ঘোষণা করা হয়।
সীমানা : উত্তরে: লগুদু, দক্ষিণে: জুরাছড়ি, পশ্চিমে রাঙ্গামাটি সদর এবং পূর্বে ভারতের মিজোরাম রাজ্য অবস্থিত।
প্রাকৃতিক সম্পদ : এখানকার সেগুন কাঠ খুবই বিখ্যাত।
নদ-নদী : কর্ণফুলী খাল
ব্যবসা-বাণিজ্য : এখানে আদা, হলুদ, তামাক ও কলার ব্যবসা হয়ে থাকে।
যোগাযোগ ব্যবস্থা : লঞ্চ, ইঞ্জিন চালিত বোট ও নৌকা যাতায়াত।
হাটবাজার: ৭ টি ( সুবলং, বরকল, আইমাছড়া, ভূষণছড়া, বড় হরিণা, ছোট হরিণা, ঠেগা মূখ)।
এক নজরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বরকল, রাঙ্গামাটি পার্বত্য জেলার তথ্যাবলী :
০১। আয়তন- ৭৬০.৮৮ বর্গ কিলোমিটার।
০২। ইউনিয়নের সংখ্যা- ০৫।
০৩। মৌজার সংখ্যা- ২৮।
০৪। গ্রামের সংখ্যা- ১৬৪।
০৫। জেলা সদর থেকে দূরত্ব- জলপথে ৩২ কিঃমিঃ (প্রায়)।
০৬। পরিবারের সংখ্যা- ৬,৯২০।
০৭। জনসংখ্যা- পুরুষ- ২৩,৭৬০ জন। মহিলা ১৮,৯০০ জন। মোট- ৪২,৬৬০ জন।
০৮। জনসংখ্যার ঘনত্ব - প্রতি বর্গকিলোমিটারে ৫৬.০৬।
০৯। সক্ষম দম্পত্তি- ৭,৫০৬ (জুলাই ২০২১ খ্রীঃ)।
১০। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারী - ৬<০৬০ (জুলাই ২০২১ খ্রীঃ)।
১১। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারীর হার (সিএআর) - ৮০.৭৪% (জুলাই ২০২১ খ্রীঃ)।
১২। উপজেলা সদর ক্লিনিক - ০১।
১৩। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র - ০৩।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস